কবি সোহেল হাসান গালিব গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কবি সোহেল হাসান গালিবকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমপির এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে গ্রেফতার করে ঢাকার মিন্টো রোডের ডিবি অফিসে নেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তাকে এফআইআর বিহীন একটি মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে।

গালিবের বড় ভাই নাজমুল হুদা সেতু একটি গণমাধ্যমকে বলেন, গালিবকে পুলিশ নিয়ে গেছে। শুনেছি আজ তাকে আদালতেও তুলেছে।

শুক্রবার দুপুরে সাহিত্য পত্রিকা ‘লোক’ সম্পাদক অনিকেত শামীম তার ফেইসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখেন, গালিবের জীবন আজ বিপন্ন। তাকে রক্ষায় সচেতন লেখক-শিল্পীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, আমরা গালিবের খোঁজ পাচ্ছি না। গতকাল রাত থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ফেইসবুকে তিনি লিখেছেন, তার (গালিব) একটি কবিতা নিয়ে সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে উগ্র জঙ্গিগোষ্ঠী ও ধর্মান্ধ কিছু মানুষ তার জীবনকে বিপন্ন করে তুলছে; তারা মব তৈরির চেষ্টা করছে। গালিব এখন কোথায় আছে কেউ হদিস করতে পারছেন না। আমি মনে করি, গালিবের বিরুদ্ধে যারাই আজ মব তৈরির চেষ্টা করছে, তারা বাড়াবাড়ি করছে। তাদের এই বাড়াবাড়ি ও বিশৃঙ্খল আচরণ কোনো শুভ পরিণাম বয়ে আনবে না। যদিও গালিব সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলে এই মব সৃষ্টিকারীদের সঙ্গেই সুর মিলিয়ে ছিল। তথাপি তারা তাকে ভুল বুঝেছে।

এবারের বইমেলায় প্রকাশিত একটি বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে এবারের বইমেলায় প্রকাশিত একটি বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে ‘মহানবীকে কটাক্ষ’ করার অভিযোগ ওঠে।

বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘উজান’। ‘নিরাপত্তার শঙ্কায়’ তিন দিন ধরে তারা বইমেলায় স্টল বন্ধ রেখেছে। শুক্রবার স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। উজানের প্রকাশক ষড়শ্বৈর্য মুহাম্মদ বলেন, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণেই আমরা স্টল বন্ধ রেখেছি।

উজানের স্টল বন্ধ থাকার বিষয়ে বইমেলা টাস্কফোর্স উপকমিটির আহ্বায়ক সেলিম রেজা বলেন, ‘বইমেলা পরিচালনা কমিটি থেকে কোনও স্টলই বন্ধ করা হয়নি। প্রকাশকই তার স্টল বন্ধ রেখেছেন।’

  • কবি
  • গ্রেপ্তার
  • সোহেল হাসান গালিব
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।