কবে মাঠে ফিরবেন মাহমুদউল্লাহ?

Featured Image
PC Timer Logo
Main Logo

মাহমুদউল্লাহ রিয়াদ

অনেকদিন যাবত মাঠের বাইরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর অনেকটা নীরবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এক ম্যাচ খেলে আর মাঠে নামতে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। অভিজ্ঞ ক্রিকেটার কবে ফিরবেন মাঠে?

তারকাসমৃদ্ধ মোহামেডানের হয়ে এবার ডিপিএল খেলছেন মাহমুদউল্লাহ। তামিম ইকবালের নেতৃত্বে খেলা দলটি এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জিতেছে ৫টিতে, হেরেছে ২টিতে। সামনে ‘বিগ ম্যাচ’ খেলতে হবে মোহামেডানকে।

এদিকে মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে মিডল অর্ডারে অপর অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম রান পাচ্ছেন না। মাহমুদউল্লাহর বদলে খেলানো আরিফুল হকও প্রত্যাশা পূরণ করতে পারছেন না। এমন অবস্থায় মাহমুদউল্লাহকে খুব করেই দরকার মোহামেডানের।

মোহামেডান সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল মাঠে ফিরতে পারেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। কাল শক্ত প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে লিগে নিজেদের পরবর্তী ম্যাচটা খেলতে নামবে মোহামেডান। দীর্ঘ বিরতি শেষ এই ম্যাচ দিয়েই মাহমুদউল্লাহ ফিরছেন বলে খবর।

প্রসঙ্গত, গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভড়াডুবিতে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে মাত্র ৪ রান করে ফিরেছিলেন। বাংলাদেশও টুর্নামেন্টে ভালো করতে পারেনি বলে সমালোচনা উঠে মুশফিকুর রহিমসহ মাহমুদউল্লাহকে নিয়েও। পরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।

৩ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে  নগাবত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু ওই ম্যাচেও রান পাননি। আউট হয়েছেন ১০ রান করে। তারপর ইনজুরির কারণে টানা ৬ ম্যাচ খেলেননি অভিজ্ঞ ক্রিকেটার। এবার মাঠে ফেরার পালা মাহমুদউল্লাহর।

banglanewsbdhub/এসএইচএস

মাহমুদউল্লাহ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।