
চলতি অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩ দশমিক ৯৭ শতাংশে। গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে এটি ছিল ৪ দশমিক ২২ শতাংশ। শিল্প খাতে কিছুটা বড়লেও কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধি কমে যাওয়ার ধাক্কায় মোট প্রবৃদ্ধি কম হবে। তবে এ অর্থবছর বাড়বে মাথাপিছু আয় ও জাতীয় সম্পদ। কিন্তু কমবে বিনিয়োগ এবং দেশজ সঞ্চয়ের হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার সাময়িক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
জানা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জিডিপির আকারের লক্ষ্য ছিল ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা। কিন্তু বিবিএস’র সাময়িক হিসাবে এই আকার দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫২ হাজার ৭৫৩ কোটি টাকা। এটি লক্ষ্যের প্রায় কাছাকাছি। মার্কিন ডলারে হিসাব করলে চলতি অর্থবছর জিডিপির আকার দাঁড়াবে ৪৬২ বিলিয়ন ডলার। এদিকে গত ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত লক্ষ্য ছিল ৫০ লাখ ৪৮ হাজার ২৭ কোটি টাকা। আর চূড়ান্ত হিসাবে অর্জন হয়েছিল ৫০ লাখ ২ হাজার ৬৫৪ কোটি টাকা।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, জিডিপি প্রবৃদ্ধি হিসাবের ক্ষেত্রে বৃহত্তর যে তিনটি খাতের হিসাব করা হয় সেখানে দেখা যায়, কৃষি খাতে চলতি অর্থবছর সাময়িক হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৯ শতাংশ। গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩ দশমিক ৩০ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। এক্ষেত্রে প্রবৃদ্ধি কমেছে। এছাড়া শিল্প খাতে চলতি অর্থবছর প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৩৪ শতাংশ, যা গত অর্থবছর হয়েছিল ৩ দশমিক ৫১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে হয়েছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। এক্ষেত্রে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর প্রবৃদ্ধি বেড়েছে। তবে সেবা খাতে চলতি অর্থবছরর প্রবৃদ্ধি কমে হয়েছে ৪ দশমিক ৫১ শতাংশ, যা গত অর্থবছর হয়েছিল ৫ দশমিক ০৯ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে হয়েছিল ৫ দশমিক ৩৭ শতাংশ। তুলনামূলকভাবে এ খাতে প্রবৃদ্ধি কমেছে।
বিবিএস’র প্রতিবেদনে আরও বলা হয়, চলতি অর্থবছর জিডিপির তুলনায় দেশে বিনিয়োগের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ শতাংশ। গত অর্থবছর ছিল ৩০ দশমিক ৭০ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগের পরিমাণ ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ। এদিকে দেশজ সঞ্চয়ের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ২৫ শতাংশে, যা গত অর্থবছর ছিল ২৩ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছর ছিল ২৫ দশমিক ৭৬ শতাংশ। এদিকে জাতীয় সঞ্চয় বেড়ে হয়েছে ২৯ দশমিক ০১ শতাংশ, যা গত অর্থবছর ছিল ২৮ দশমিক ৪২ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের সাময়িক হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২১১ কোটি টাকা, যা গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ কোটি টাকা। মার্কিন ডলারের হিসাবে চলতি অর্থবছর হয়েছে ২ হাজার ৮২০ ডলার, যা গত অর্থবছর ছিল ২ হাজার ৭৩৮ ডলার।