
নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তার গোয়েন্দা প্রতিবেদন চায় নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইসির সহকারী সচিব জনশক্তি ব্যবস্থাপনা শাখা-১) মোহাম্মদ শাহিনুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
উল্লেখ্য, নির্বাচন ভবনটি ‘কি পয়েন্ট ইন্সটলেশন’ (কেপিআই) হিসেবে তালিকাভুক্ত হওয়ায় 28 আগস্ট, 2024 সালের জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, স্পর্শকাতরসহ নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য। এলাকা এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মীসহ সকল কর্মকর্তা ও কর্মচারীকে বছরে একবার NSI (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) এর কাছে পাঠানো হবে। ) বা এসবি (পুলিশের বিশেষ শাখা) জরুরী ভিত্তিতে পরীক্ষা করার জন্য সুপারিশ করা হয়। সেদিক থেকে নির্বাচন ভবনে কর্মরত প্রত্যেকের তথ্য প্রয়োজন।
এমতাবস্থায় নির্বাচন ভবনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে বিভাগভিত্তিক একীভূত করে ১২ জানুয়ারির মধ্যে নিম্নোক্ত ছক অনুযায়ী তথ্য জনশক্তি ব্যবস্থাপনা-১ শাখায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।