
পটুয়াখালীর কলাপাড়া থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকার একটি লেক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে তারা খবর পেয়ে নাচনাপাড়া এলাকায় যায়। সেখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশের একটি লেক থেকে লাশটি উদ্ধার করেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, অজ্ঞাতনামা ওই যুবকের বয়স ৩০-৩৫ বছর হতে পারে। তার গায়ে একটা ফুল হাতা গেন্জি এবং একটি ট্রাউজার পড়া ছিল। তিনি আরও বলেন, ইতিমধ্যে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালীতে পাঠানো হবে।