কাজকর্ম খেয়াল করলে বিদেশি করপোরেট লবিস্টদের ছায়া পাওয়া যায় : আনু মুহাম্মদ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কোনো কর্তাব্যক্তির ভাবসাব, কথাবার্তা ও কাজকর্ম খেয়াল করলে বিদেশি করপোরেট লবিস্টদের ছায়া পাওয়া যায় বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন। তবে তার ফেসবুক আইডিটি ভেরিফায়েড না।

অধ্যাপক আনু মুহাম্মদ ফেসবুক পোস্টে বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কোনো কর্তাব্যক্তির ভাবসাব, কথাবার্তা ও কাজকর্ম খেয়াল করলে বিদেশি করপোরেট লবিস্টদের ছায়া পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর, করিডোর, সমরাস্ত্র কারখানা, অস্বচ্ছ তড়িঘড়ি এলএনজি আমদানি চুক্তি, স্টারলিংক চুক্তি ইত্যাদি নিয়ে তাদের দৌড়ঝাপ, জবরদস্তি, গোপন গোপন ভাব, মিথ্যা বিজ্ঞাপনী গল্প এটাই নির্দেশ করে।

  • আনু মুহাম্মদ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।