কানাডার রাজধানীর নাম কি

Featured Image
PC Timer Logo
Main Logo

কানাডার রাজধানীর নাম কি অনেকে জানতে চেয়েছে তাদের উদ্দেশ্যে পোস্টটি তৈরি করা হয়েছে সুতরাং পোস্টটি তে কানাডা রাজধানী ছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন –

কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। এটার দশটি প্রদেশ ও তিনটি অধীন অঞ্চল। কানাডার রাজধানী অটোয়া ও বৃহত্তর শহর টরন্টো। সরকারি ভাষা ইংরেজি ও ফার্সি।

 
কানাডার রাজধানীর নাম কিঅটোয়া
কানাডার আয়তন৯৯, ৭৬, ১৪০ বর্গ কিলোমিটার।
কানাডার  ভাষাইংরেজি ও ফার্সি।
কানাডা আয়তনে বিশ্বেরদ্বিতীয় বৃহত্তম দেশ
কানাডার বৃহত্তর শহরটরন্টো।
কানাডা গঠিতদশটি প্রদেশ ও তিনটি অধীন অঞ্চল নিয়ে
কানাডা উত্তর আমেরিকারউত্তরাংশে অবস্থিত একটি দেশ।
কানাডা স্বাধীন হয়
১ জুলাই ১৮৬৭ সালে

 

আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার রাজধানী অটোয়া। দেশটির আয়তন ৯৯, ৭৬, ১৪০ বর্গ কিলোমিটার। ১৯৮২ সালের ১৭ এপ্রিল স্বাক্ষরিত কানাডা অ্যাক্টের মাধ্যমে ব্রিটেন কানাডার নিকট সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করে।

আরো জানুন,

কানাডার রাজধানীর নাম কি FAQ

[sc_fs_multi_faq headline-0=”h2″ question-0=”কানাডার রাজধানীর নাম কি?” answer-0=”অটোয়া” image-0=”” headline-1=”h2″ question-1=”কানাডার আয়তন কত?” answer-1=”৯৯, ৭৬, ১৪০ বর্গ কিলোমিটার।” image-1=”” headline-2=”h2″ question-2=”কানাডা পৃথিবীর কততম বৃহত্তম দেশ?” answer-2=”কানাডা বিশ্বের ২য় বৃহত্তম রাষ্ট্র। ” image-2=”” count=”3″ html=”true” css_class=””]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।