কালিহাতীতে ধর্ষণের পর নারীকে ফেলে গেল রেললাইনের পাশে – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার চরভাবলা এলাকায় রেললাইনের পাশে এক যুবতীকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগীর শরীরে ছিল ধারালো অস্ত্রের কোপের চিহ্ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে ফেলে রেখে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে যে কোনো সময়ে এলেঙ্গা পৌরসভার ৫ নম্বর ব্রিজ সংলগ্ন চরভাবলা রেললাইনের পাশে রুমি আক্তার (২৫) নামের এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার পিতার নাম আলী এবং বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গরিগ্রাম পূর্বপাড়ায়।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমি আক্তারকে জীবিত উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে। সে অসংলগ্নভাবে কথা বলছিল এবং একেক সময় একেক রকম তথ্য দিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপানোর দাগ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রুমিকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তার অবস্থান টের পেয়ে পুলিশে খবর দেয়।

আহত রুমিকে দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

  • কালিহাতী
  • ধর্ষণ
  • নারী
  • রেললাইন
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।