কিশোরগঞ্জে মরদেহ উদ্ধার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে শফিক মিয়া (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভৈরব বাজারের হলুদপট্টিতে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ভেতরে স্বেচ্ছাসেবক লীগের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফিক কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। তিনি ভৈরবের কলাপট্টিতে একটি হোটেলে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ে হামলায় চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এরপর থেকে আওয়ামী লীগ কার্যালয়ে কোনো কার্যক্রম কিংবা কোনো নেতাকর্মীকে যেতে দেখা যায়নি। কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় থাকায় দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হয়। মাদকসেবীরাও কার্যালয়টি তাদের আস্তানায় পরিণত করেছে। কার্যালয়ের দরজা জানালাও খুলে নিয়ে গেছে। বুধবার বেলা ১১টার দিকে কার্যালয়ের ভেতরে স্থানীয়রা অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায়। যুবকের পরনে ছিল কালো প্যান্ট। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • উদ্ধার
  • কিশোরগঞ্জ
  • মরদেহ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।