১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪১
ঢাকা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি টিম পাঠাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই টিমকে সরেজমিন তদন্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সোহেল রানাকে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এদিকে বুধবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে কুয়েট-এ উদ্ভূত পরিস্থিতি নিয়ে ছাত্রদল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।
উল্লেখ, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ আছে। কুয়েটে ছাত্ররাজনীতি যাতে আবার শুরু হতে পারে, সেজন্য ছাত্রদলের কর্মীরা সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে পালটাপালটি ধাওয়া শুরু হয়, যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। এর পর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এরই মধ্যে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।