
কুষ্টিয়ায় মোল্লাতেঘরিয়া এলাকায় সড়কের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুয়ালি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের হোমিও কলেজসংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
নিহত রফিকুল কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার বাসিন্দা। পিতার নাম দবির উদ্দিন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে শহরের আদর্শপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের মা হালিমা খাতুন জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে রফিকুলের সঙ্গে যোগাযোগ পাচ্ছিলাম না। সারারাত খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। সকালে জানতে পারি, ওর মরদেহ গাছের সঙ্গে ঝুলছে। আমার ছেলেকে মেরে অটো ছিনতাই করা হয়েছে।
রফিকুলের ছেলে নিলয় জানান, প্রতিদিনের মতো সকালে বাবার অটো নিয়ে বের হয়ে যান। এরপর রাতে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। কুমারখালী থানা সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সকালে জানতে পারেন, তার বাবার লাশ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার দাবি, এটি ছিনতাইকারীদের কাজ।
নিহতের সহকর্মী পারভেজ তপু বলেন, গতকাল সন্ধ্যায় আজানের সময় রফিকুলের সঙ্গে দেখা হয়েছিল। কিস্তির টাকা পরিশোধ করে হাসিমুখে চলে যান। আজ শুনলাম, সে আর বেঁচে নেই। তিনি একজন ভালো মানুষ ছিলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।