কেউ অরাজকতা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: সারজিস আলম

Featured Image
PC Timer Logo
Main Logo

রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে `আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে বক্তব্য রাখেন সমন্বয়ক সারজিস আলম

নারায়ণগঞ্জ: `আগামী নির্বাচনকে সামনে রেখে যেকোন দল বা অপশক্তি অরাজকতা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে’- বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে `আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক এক ক্যাম্পেইনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

সারজিস আলম বলেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, প্রতিটি জেলা উপজেলায় তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। আমরা আশা করছি, চলতি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দল সব শ্রেণীপেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। ছাত্রদের নতুন দল হবে জনগণের দল। ৫

তিনি বলেন, গত ৫ আগস্টের আগে দেশে যারা চাঁদাবাজি, দখলবাজি সন্ত্রাসী কর্মকান্ড করতো, সেই অরাজকতা এখনো বন্ধ হয়নি। অন্য কোনো দল, অন্য কোনো অপশক্তি এসব চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিল সাইফুল্লাহ প্রমুখ।

বাংলানিউজবিডিহাব/আরএস

আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন
সমন্বয়ক সারজিস আলম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।