কেন্দ্রীয় চুক্তি থেকে জাহানারার নাম প্রত্যাহার

Featured Image
PC Timer Logo
Main Logo

ক্রিকেট থেকে বিরতি নিলেন জাহানারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ তারকা পেসার জাহানারা আলম। জাতীয় দলের হয়ে আপাতত খেলতে মানসিকভাবে ফিট না, এমন দাবি করে চুক্তি থেকে নাম কেটে দেওয়ার অনুরোধ করেন জাহানারা।

অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট খেলছেন জাহানারা। সেখানেই স্থায়ী হচ্ছেন কিনা এমন প্রশ্নও উঠেছে। এর মধ্যেই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই তারকা পেসার।

গত মার্চের ৭ তারিখে বিসিবির নারী বিভাগকে মেইল করেন জাহানারা। হিসেব মতে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা পাবেন জাহানারা। মার্চ থেকে চুক্তিতে থাকছেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করে জাহানারা বলেছেন, ‘আমি আরও আগেই জানিয়েছিলাম চুক্তিতে না রাখতে। কিছুদিন আগে আমার কাছে মেইল করে বিসিবি। আমি জানিয়েছি, এখনো জাতীয় দলে খেলার অবস্থা নেই। কিছু সময় লাগবে। আর চুক্তিতে যেন না রাখে সেটাও বলেছি।’

একটা সময় জাতীয় দলের অপরিহার্য সদস্য জাহানারা অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে ছিলেন। এর মধ্যে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলার আমন্ত্রণ পান তিনি। সেই আমন্ত্রণে অস্ট্রেলিয়া গিয়ে ক্লাবটির হয়ে বিভিন্ন টুর্নামেন্ট খেলছেন জাহানারা।

banglanewsbdhub/এসএইচএস

জাহানারা আলম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।