কেন দর্শক পেটাতে গিয়েছিলেন খুশদিল?

Featured Image
PC Timer Logo
Main Logo

দুই আফগান দর্শকের দিকে তেড়ে যাচ্ছেন খুশদিল

নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও হার পাকিস্তানের। টি-টোয়েন্টিতে এক ম্যাচ জিতলেও ওয়ানডেতে জুটেছে হোয়াইটওয়াশ। ব্যর্থতায় মোড়ানো এমন এক সফরের পর পাকিস্তান দলের কারোরই মন ভালো থাকার কথা নয়। পুরস্কার বিতরণী শেষে দুই দর্শকের দিকে মাঠ থেকে তেড়ে যান অলরাউন্ডার খুশদিল শাহ। গতকাল ঠিক জানা যায়নি, কেন এভাবে তাদের মারতে গিয়েছিলেন তিনি।

তবে আজ (রবিবার) আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, গ্যালারি থেকে দুই আফগান দর্শকের করা পাকিস্তান বিরোধী মন্তব্য শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি খুশদিল। রেগে মেজাজ হারিয়ে তখন সেই দুই দর্শকের দিকে তেড়ে যেতে চান তিনি। মাঠের নিরাপত্তারক্ষী তার জার্সি টেনে আটকে ধরেন। এসময় পেছনে দাঁড়িয়ে ছিলেন ফাহিম আশরাফ

পিসিবির সেই বিবৃতিতে বলা হয়, ‘দুজন আফগান নাগরিকের দেয়া পাকিস্তান বিরোধী স্লোগান শুনে তাদের সেসব কাজ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন খুশদিল। কিন্তু আফগান দর্শকরা পশতু ভাষাতে আরও কিছু আপত্তিজনক কথা বলতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’

নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকেও এই ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। খুশদিলের সাথে উত্তপ্ত পরিস্থিতির পর সেই দুই আফগান দর্শককে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল থেকে বেরও করে দেয় গ্রাউন্ড কর্তৃপক্ষ।

banglanewsbdhub/জেটি

খুশদিল শাহ
পাকিস্তান ক্রিকেট দল
পিসিবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।