কোপা ডেল রে তোরেসের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে গুড়িয়ে সেমিতে বার্সা

Featured Image
PC Timer Logo
Main Logo

দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সাকে সেমিতে নিয়ে গেলেন তোরেস

দুই সপ্তাহ আগেই লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৭ গোলের লজ্জায় ডুবিয়েছিলেন তারা। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালেও ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা। ফেরান তোরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে পৌঁছে গেছে কাতালানরা।

ভ্যালেন্সিয়ার মেস্তালা স্টেডিয়ামে ম্যাচের পুরোটা সময়জুড়েই দাপট ছিল বার্সার। মাত্র ৩ মিনিটের মাথায় তোরেসের গোলে এগিয়ে যায় বার্সা। বালদের বাড়ানো বলে গোল করেন তোরেস। ১৭ মিনিটে লামিন ইয়ামালের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তোরেস। ২৩ মিনিটে বার্সার লিড আরও বাড়ান ফেরমিন লোপেজ। লোপেজের গোল আসে পেদ্রির অ্যাসিস্টে।

ম্যাচের ৩০ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূরণ করেন তোরেস। রাফিনহার দারুণ এক পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। ৪-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে আরও একবার ভ্যালেন্সিয়ার জালে বল জড়িয়েছে বার্সা। ৫৭ মিনিটে পোস্টে লেগে বল ফিরে এলে গোল পাওয়া হয়নি ইয়ামালের। দুই মিনিটে পরেই অবশ্য গোলের দেখা পেয়েছেন তিনি।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয় নিয়েই কোপা ডেল রের সেমিফাইনালে পা রাখল বার্সেলোনা।

banglanewsbdhub/এফএম

কোপা ডেল রে
ফেরান তোরেস
বার্সেলোনা
ভ্যালেন্সিয়া

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।