ক্লাব বিশ্বকাপে মায়ামির হয়ে খেলবেন মেসি-রোনালদো?

Featured Image
PC Timer Logo
Main Logo

ক্যারিয়ারে বহুবার তাদের দুজনের একসাথে খেলার গুঞ্জন উঠেছে। তবে দীর্ঘ ক্যারিয়ারে কখনোই এক দলে খেলা হয়নি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। দুই কিংবদন্তি ফুটবলারের ক্যারিয়ারের সায়াহ্নে এসে দেখা যেতে পারে এই অবিশ্বাস্য ঘটনা। আগামী জুনে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেন রোনালদো!

কিন্তু প্রশ্ন জাগতে পারে, সৌদি প্রো লিগের আল নাসরে খেলা রোনালদো কীভাবে মায়ামির হয়ে খেলবেন? এমন অদ্ভুত সম্ভাবনা অবশ্য সামনে এনেছেন খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

এবারের ক্লাব বিশ্বকাপে খেলতে পারছে না রোনালদোর ক্লাব আল নাসর। তবে মেসির ইন্টার মায়ামি ঠিকই স্বাগতিক হিসেবে অংশ নেবে ৩২ দলের এই টুর্নামেন্টে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, রোনালদোকেও ক্লাব বিশ্বকাপে দেখতে চান তিনি, ‘রোনালদোও বিশ্বকাপে খেলতে পারে, এটা নিয়ে আলোচনা হয়েছে। যদি কোনো ক্লাব তাকে চায় ও তাকে সাইন করতে ইচ্ছুক হয়, এমনটা হতেই পারে! আরও কয়েক সপ্তাহ বাকি আছে টুর্নামেন্টের। এটা মজার একটা ব্যাপার হবে।’

ইনফান্তিনো আরও বলেন, মেসির ক্লাবেই রোনালদোকে খেলতে দেখতে ইচ্ছুক তিনি, ‘আমি তাদের একসঙ্গে খেলতে দেখতে চাই। এই টুর্নামেন্ট চলার সময় যদি এরকম কিছু হয়, এটা বিশেষ একটা মুহূর্ত হবে।’

আল নাসরের হয়ে তিন মৌসুমে কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। গুঞ্জন উঠেছে, আগামী মাসেই ক্লাব ছাড়তে পারেন তিনি। সত্যি যদি রোনালদো আল নাসর ছেড়েই দেন, সেই ক্ষেত্রে ইন্টার মায়ামিতে যেতে আর বাধা থাকবে না তার।

১৪ জুন মিশরের ক্লাব আল আহলির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মায়ামি। এরপর ১৯ জুন পর্তুগালের এফসি পোর্তোর মুখোমুখি হবে মেসির দল। ২৩ জুন ব্রাজিলের পালমেইরাসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মায়ামি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।