খুলনায় বাসায় ঢুকে ঠিকাদারকে ছুরিকাঘাতে হত্যা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। নিহত টগর ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। মসজিদের পাশে নিজের বাড়িতে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত টগর রঙের ঠিকাদার ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে ঢুকেই তাঁকে ছুরিকাঘাত করেন। বুকের ডান পাশে ছুরিকাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক।

পরে টগরের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তখন স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের স্বজনদের বরাতে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই জানান, রাত সোয়া ৯টার দিকে তিনজন যুবক টগরের বাড়িতে যান। তাঁদের দরজা খুলে দিলে গল্পের একপর্যায়ে ওই তিন যুবকের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করেন। তিনি আরও জানান, হত্যাকারীরা নিহত ব্যক্তির পূর্বপরিচিত। তাঁদের সবাইকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগির অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হবে।

  • খুলনা
  • ঠিকাদার
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।