ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৮
খুলনা: খুলনায় মো. সোহেল রানা (৩২) নামের এক যুবকের হাত-পা কাটা রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে খুলনা সদর থানাধীন বুড়ো মৌলভীর দরগা মেইন রোডের জনৈক আশরাফুলের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা ওই বাড়িতে ভাড়া থাকতেন। সে বরিশালের বন্দর থানাধীন চড়াইচা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল গিয়াস বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলানিউজবিডিহাব/এসআর