গরু আনতে গিয়ে জোয়ারে ভেসে গেল দুই বোন – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারী বৃষ্টিতে সৃষ্ট পানির ঢলে ভেসে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মারিয়া আক্তার (১২) ও সামিয়া আক্তার (১০)।

শনিবার (৩১ মে) সকালে তিতাস নদী থেকে মর‍দেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে বৃষ্টির সময় নাসির নগরের গোকর্ণ আকাশী মাঠে গরু আনতে গিয়ে খাল পারাপারের সময় পানিতে পড়ে যান দুই বোন। পরে জোয়ারের তোড়ে তারা নিখোঁজ হয়। মৃত মারিয়া ও সামিয়া গোকর্ণ মধ‍্যপাড়া এলাকার প্রবাসী মিনার আলীর মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে স্থানীয় আকাশী মাঠ থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হয় দুই বোন। এসময় তারা খালে পড়ে যান। পরে তুমুল বৃষ্টির কারণে খালে স্রোত থাকায় তারা ভাসতে ভাসতে চলে যান নদীতে। এরই মধ্যে স্বজনরা খালে অনেক খোঁজাখুঁজি করে দুই বোনের খোঁজ পাননি। সবশেষ শনিবার ভোরে গোকর্ণ বেড়িবাঁধ সংলগ্ন তিতাস নদীতে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। সবশেষ খবর পেয়ে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ঘটনা সত‍্যতা নিশ্চিত করে বলেন, দুই বোন নিখোঁজের খবর পেয়ে রাতেই পুলিশ-ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • জোয়ার
  • দুই বোন
  • ব্রাহ্মণবাড়িয়া
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।