‘গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের সর্বোচ্চ বিচার হবে’

Featured Image
PC Timer Logo
Main Logo

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। 

ঢাকা: গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  এর আগে আহত ছাত্রদের খোঁজ-খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় নয়। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছিই, যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যবস্থা করা হবে।

এর আগে, শুক্রবার (৭ জানুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা।

মোজাম্মেলের বাড়িতে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহতরা।

আরও পড়ুন- গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত ১১ জন ঢামেকে

বাংলানিউজবিডিহাব/এসএসআর/ইআ

স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।