গোপালগঞ্জে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহিন্দ্রা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরসহ দুইজন মারা গেছে। বুধবার (২ এপ্রিল) ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ৭ জন আহত হন।

নিহতরা টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাড় ঝনঝনিয়া গ্রামের মাহফুজুর মাতুব্বরের ছেলে মারুফ হোসেন মাতুব্বর (১৮) এবং কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মোটরসাইকেলেযোগে মারুফ তার এক বন্ধুকে নিয়ে পাড়ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী পাটগাতি বাজার থেকে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরো জানান, মোটরসাইকেল ও মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে গিয়ে ৯ জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন মোহাননেত মারা যায়। মারুফের অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।