ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশে সোপর্দ করল নারী শিক্ষার্থীরা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের এক নেত্রীকে রাস্তা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ওই নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে কোতোয়ালি থানাধীন জিপিওর সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক নারীর নাম কানিজ ফাতেমা লিমা। তিনি চট্টগ্রামে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসদস্য এবং সরকারি কর্মচারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই নারীকে জিপিওর সামনে দেখতে পেয়ে ১০-১৫ জন নারী শিক্ষার্থী তাকে ঘিরে ফেলেন। এ সময় ওই নেত্রীর সঙ্গে শিক্ষার্থীদের তর্ক হয় এবং শিক্ষার্থীরা তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেন। এ সময় আটক নারী মোবাইল ফোনে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা ফোন কেড়ে নিয়ে রেখে দেন। একপর্যায়ে ওই নেত্রী সড়কের ওপর বসে পড়েন। পরে সেখান থেকে তাকে তুলে নিয়ে থানায় সোপর্দ করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম জানান, শিক্ষার্থীরা এক নারীকে ধরে থানায় সোপর্দ করেছে। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী বলে জানতে পেরেছি। ওনার বিষয়ে যাচাই-বাছাই চলছে। এরপর কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • ঘাতক দালাল নির্মূল কমিটি
  • চট্টগ্রাম
  • নেত্রী
  • পুলিশ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।