চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের আরও ২৯ নেতাকর্মী গ্রেফতার

Featured Image
PC Timer Logo
Main Logo

চট্টগ্রাম নগরীতে অভিযানে গ্রেফতার হওয়া কয়েকজন। ছবি: বাংলানিউজবিডিহাব।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় বিভিন্ন মামলার আসামি।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতার ২৯ জন হলেন- মো.মামুন (৩৭), আবুল কালাম আজাদ (৩৩), মো. শামীম (২৪), মো. হাসান (২৫), এনামুল হক সাগর, ছোটন নাথ (৩২), ইমরান হোসেন (৪০), শাহ জালাল ফিরোজ (৩৪), আব্দুল মোনাফ (৩৫), আলমগীর বাদশা (৪২), রিপন মিয়া (৪১), সাজ্জাদ হোসেন (২৫), কুরবান আলী হোসেন হৃদয় (২০), মো. রায়হান (২২), মো. জিসান (২৪), মো. হানিফ সুমন (৪২), মো. মনির (৩৭), খোরশেদ আলম (৫০), সোহেল আহম্মদ সেলু (৪০), মো. মাছুদ (২৫), আবুল মোকারম সাকিব (২৭), কাঞ্চন মোল্লা (৪৫), হাসান আলী (৪২), সালাহউদ্দিন অনিক(২৫), মো. তসলিম (৩৮), মাকসুদুর রহমান (৩৪), সিফাতুল ইসলাম (জিহান) (১৮) ইকবাল হোসেন (৩৫) ও সিফাতুল ইসলাম (১৮)।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর অভয়মিত্র ঘাট (নেভাল-টু) এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা-পুলিশ ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেফতার করেছিল।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) মাহমুদা বেগম বাংলানিউজবিডিহাবকে জানান, শনিবার দুপুর একটা থেকে রোববার দুপুর একটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ৩৯ জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে নগরীর বিভিন্ন থানায় মামলা আছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলানিউজবিডিহাব/আইসি/এসআর

গ্রেফতার
চট্টগ্রাম
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।