
প্রতীকী ছবি
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পশ্চিম কাটগড় অংশে শঙ্খ নদীতে ভাসছিল আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত আদিবাসী যুবকের অর্ধগলিত মরদেহ। পরে তার মরদেহ উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) শঙ্খ নদীর পাড়ে ভাটার পানিতে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মরদেহ উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেন গাউছিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখা দাফন-কাফন কমিটির প্রধান সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী ও তাঁর টিম।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, চন্দনাইশ থানা অংশের শঙ্খ নদী থেকে উদ্ধার করা ওই যুবকের মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দেহের অবয়ব দেখে মনে হচ্ছে আদিবাসী। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।