স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৭:৫১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:১০
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনকে তিন ভাগে ভাগ করা হলে প্রথম ভাগ সমানে সমান, দ্বিতীয় ভাগ জিম্বাবুয়ের আর তৃতীয় ভাগটা পুরোপুরি বাংলাদেশের। দিনের তৃতীয় সেশনে জিম্বাবুয়ান ব্যাটারদের রীতিমতো অসহায় বানিয়ে রেখেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।
দিনের তৃতীয় সেশনে জিম্বাবুয়ের ৭ উইকেট পতন হয়েছে। যার ৫টিই নিয়েছেন তাইজুল ইসলাম। শেষ বিকেলে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের স্কোর ৯ উইকেটে ২২৭ রান।
একটা সময় জিম্বাবুয়ের স্কোর ছিল ২ উইকেটে ১৭৭। সেখান থেকে ৯ উইকেটে ২২৭ হয়েছে মূলত তাইজুলের ঘূর্ণিতে। প্রথম সেশনে ২ উইকেটে ৮৯ রান তোলা জিম্বাবুয়ে দ্বিতীয় উইকেটে ৭২ রান তোলে। তৃতীয় সেশনে ৬৬ রান তুলেছে জিম্বাবুয়ে তবে বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৮ এপ্রিল) চ্ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দিনের প্রথম সেশনটা ছিল সমানে সমান। নিক ওয়েলচ ও শন উইলিয়ামস দারুণ ব্যাটিংয়ে কাটিয়ে দিয়েছেন দ্বিতীয় সেশন। চা বিরতির আগে জিম্বাবুয়ের স্কোর ছিল ২ উইকেটে ১৬২। ৫৪ রানে অপরাজিত ছিলেন ওয়েলচ। আর ৫৫ রানে শন উইলিয়ামসন। তখন মনে হচ্ছিল চট্টগ্রামে হয়ত বড় স্কোরই গড়বে জিম্বাবুয়ে।
তবে তৃতীয় সেশনের শুরু থেকে মোড় ঘুরে যায় বাংলাদেশের দিকে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে স্বেচ্ছায় মাঠ ছাড়েন ওয়েলচ। ফেরার আগে ১৩১ বল খেলে ৩টি চার ২টি ছক্কায় ৫৪ রান করেন ওয়েলচ। জুটি ভাঙারতেই যেন খেই হারিয়ে ফেলল জিম্বাবুয়ে!
খানিক বাদে পাঁচে নামা ক্রেইগ আরভিনকে (৫) তুলে নেন নাঈম হাসান। দুই ওভার পরে গলার কাঁটা হয়ে থাকা শন উইলিয়ামসকে ফেরান তাইজুল ইসলাম। বাকি সময়ে শুধু তাইজুল শো’ই চলেছে।
জিম্বাবুয়ের মিডল অর্ডার ও শেষের ব্যাটারদের দাঁড়াতেই দেননি তাইজুল। আহত অবসরে যাওয়া নিক ওয়েলচ পরে ব্যাটিং করতে নামলে তাকেও মাথাচাড়া দিয়ে উঠতে দেননি। সেই ৫৪ রানেই সরাসরি বোল্ড করেছেন। ৯০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।
তাইজুল ইসলাম ২৭ ওভারে ৬০ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। নাঈম হাসান ২০ ওভরে ৪২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।১ উইকেট নিয়েছেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব।
banglanewsbdhub/এসএইচএস