চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এলে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শফিকুর রহমান মেঘকে মারধর করা হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-প্রচার সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ছাবিরের কলার খুপরির পেছনে তাকে মারধর করা হয়।
শফিকুর রহমান ইতিহাস বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, এক বছর আগেই এ বছরের শিক্ষার্থীদের স্নাতক শেষ হয়েছে। তবে শফিকুর সাম্প্রতিক স্নাতক। গত ১৪ নভেম্বর তার স্নাতক পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার মৌখিক পরীক্ষার মাধ্যমে তার পরীক্ষা শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে শফিকুর পরীক্ষা দিয়ে বের হন। তিনি কলা ও মানবিক অনুষদের সামনে এলে কয়েকজন ছাত্রকর্মী তার পথ অবরোধ করেন। সেখান থেকে শফিকুরকে কলা অনুষদের কুঁড়েঘরে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায়।
শফিকুরের সহপাঠী এএইচ সোহান জানান, অতীত শত্রুতার জের ধরে শফিকুরকে মারধর করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ গণমাধ্যমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে মারধর করে। আমরা তাকে উদ্ধার করেছি। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে মোটামুটি সুস্থ হয়ে ওঠে। পরে তাকে বাড়িতে পাঠানো হয়।