চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ হতে পারে : আইএমএফ – BanglaNewsBDHub.com |




চলতি বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (অক্টোবর ২০২৫)’ প্রতিবেদনে এই পূর্বাভাস জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক যৌথ সভার দ্বিতীয় দিনে প্রতিবেদনটি প্রকাশিত হয়। উল্লেখ্য, আইএমএফ সাধারণত পঞ্জিকা বছর অনুযায়ী প্রবৃদ্ধির হিসাব দেয়।

এর আগে চলতি বছরের এপ্রিলে একই হারে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি, যা এবারো অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ২০২৬ সালে প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে বলে জানিয়েছে আইএমএফ।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আরও বলা হয়েছে, চলতি বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে ১০ শতাংশে। মূল্যস্ফীতির এই উচ্চ হার সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

চলতি অক্টোবরেই প্রকাশিত বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ শতাংশ। এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। তবে বাংলাদেশের সরকার ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করে এগোচ্ছে।

আইএমএফের হিসাবে, চলতি বছরে বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ। সে তুলনায় বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা ১৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রতিনিধি দলটি আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলমান ৪৭০ কোটি ডলারের আইএমএফ ঋণ কর্মসূচি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বব্যাংকের বাজেট সহায়তা নিয়ে আলোচনাই এই সফরের মূল লক্ষ্য।

বর্তমানে বিশ্বব্যাংকের সঙ্গে ১ বিলিয়ন ডলারের বেশি বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে। বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।

  • আইএমএফ
  • জিডিপি
  • প্রবৃদ্ধি
  • বাংলাদেশ


  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।