চলন্ত অটোরিকশায় ধর্ষণচেষ্টা, লাফ দিয়ে গুরুতর আহত কিশোরী – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত সিএনজি অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা হয়েছে। এ সময় বাঁচতে অটোরিকশা থেকে লাফ দেন ওই কিশোরী। এতে পড়ে গিতে গুরুতর আহত হয় সে। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী মেয়েটি জানায়, গতকাল বৃহস্পতিবার দিরাই বাজারে কেনাকাটা করতে যায় সে। পরে বিকেলে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় দুজন যুবক ওই গাড়িতে উঠে। এ সময় সিএনজিটি তার বাড়ির দিকে না নিয়ে উল্টোপথে শান্তিগঞ্জ উপজেলার দিকে যায়। একপর্যায়ে ওই দুই যুবক তার হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গাড়ি থেকে লাফ দেয় সে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

  • আহত
  • কিশোরী
  • চলন্ত অটোরিকশা
  • ধর্ষণচেষ্টা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।