[]
‘এখন তার যৌবন, তার অগ্রযাত্রার সেরা সময় / এখন তার যৌবন, যুদ্ধে যাওয়ার সেরা সময়।’ কালজয়ী এই কবিতার রচয়িতা কবি হেলাল হাফিজ চলে গেলেন।
শুক্রবার বিকেলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের টয়লেটে পড়ে রক্তাক্ত হন হেলাল হাফিজ।
সেখান থেকে কবিকে বিএসএমএমইউতে নিয়ে যায় হোম কর্তৃপক্ষ।
কবি হেলাল হাফিজের বয়স হয়েছিল ৭৬ বছর। ষাটের দশকে তার লেখালেখি শুরু হয়।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় লেখা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়।
986 সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জ্বলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়।
6 বছর পর 0 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাতার’।
09 সালের ডিসেম্বরে, তার 34টি কবিতা নিয়ে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত হয় তার তৃতীয় কবিতার বই ‘বেদনাকে দেখে কেনো না’।
হেলাল হাফিজ ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণকারী এই কবির শৈশব, যৌবন ও যৌবন কেটেছে নিজ শহর নেত্রকোনায়।
১৯৬৫ সালে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং নেত্রকোনা সরকারি কলেজ থেকে ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন।
[]