চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা অঞ্জন – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী  নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন। ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিন দিন আগে ফেসবুকে পোস্ট দিয়ে গুণী এই নির্মাতার জন্য দোয়া চেয়েছিলেন তাঁর স্ত্রী খ্যাতিমান কথাসাহিত্যিক শাহীন আখতার। পোস্টে তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে জাহিদুর রহিম অঞ্জনের। এরপর তাঁকে ট্রান্সপ্লান্ট আইসিইউতে রাখা হয়।

জানা যায়, বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। বিগত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে মারা যান এই গুণী নির্মাতা।

জাহিদুর রহিম অঞ্জনের প্রথম ছবি ‘মেঘমল্লার’ মুক্তি পায় ১২ ডিসেম্বর ২০১৪। তিনটি শাখায় জাতীয় পুরস্কার পায় ছবিটি। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’ ছিল তার প্রথম ফিচার ফিল্ম। ছবিটি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় তাঁকে।

সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। ইতিমধ্যে ছবির পোস্টারও প্রকাশ হয়েছে। গত বছর ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি। খুব শিগগির সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন।

বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন জাহিদুর রহিম অঞ্জন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত
  • জাহিদুর রহিম অঞ্জন
  • নির্মাতা
  • মৃত্যু
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।