চলে গেলেন পোর্তোর চ্যাম্পিয়নস লিগ জয়ী অধিনায়ক

Featured Image
PC Timer Logo
Main Logo

পর্তুগিজ ক্লাবটি ইতিহাসে সবচেয়ে স্মরণীয় মুহূর্তে নেতৃত্বে ছিলেন তিনি। জর্জ কস্তার নেতৃত্বেই ২০০৪ সালে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল পোর্তো। সেই কস্তাই পৃথিবীকে বিদায় বললেন মাত্র ৫৩ বছর বয়সেই।

নিজের ক্যারিয়ারের বেশিরভাগ সময় কস্তা কাটিয়েছেন পোর্তোতে। অবসরের পর কয়েকটি ক্লাব ঘুরে এই পোর্তোতেই পেশাদার ফুটবল পরিচালক হিসেবে থিতু হয়েছিলেন কস্তা।

অন্য দশটা দিনের মতো গতকালও কস্তা ফুটবলারদের অনুশীলনে যোগ দিয়েছিলেন। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এক বিবৃতিতে পোর্তো জানায়, ‘পোর্তোর কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে পেশাদার ফুটবল পরিচালক কার্ডিওপালমোনারি অ্যারেস্টের শিকার হয়ে মারা গেছে। আমরা সবাই শোকাহত।’

পোর্তোর হয়ে মোট ২৪টি শিরোপা জিতেছিলেন কস্তা। তার মাঝে সবচেয়ে বড় শিরোপা ছিল ২০০৪ সালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

পর্তুগিজ ক্লাব পোর্তোর বয়সভিত্তিক দলে তিন বছর কাটানোর পর ১৯৯০ সালে মূল দলে সুযোগ পান কস্তা। ২০০৫ সাল পর্যন্ত পোর্তোয় থাকার মাঝে কিছুদিন ধারে খেলেছেন তিনটি ক্লাবে।

সবশেষ বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিয়েগ ক্লাবের হয়ে খেলে ২০০৬ সালে অবসর নেন কস্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।