বাংলাদেশ সরকার ও চীন সরকারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো চায়নায় আয়োজন করা হচ্ছে ড্রোন আর্ট ও ড্রোন ডিসপ্লে বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব পরিকল্পনায় এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশের ৫ জন উদীয়মান ও প্রতিভাবান নিউ মিডিয়া আর্টিস্ট ও ভিজ্যুয়াল আর্টিস্ট সম্পূর্ণ বিনা খরচে অংশগ্রহণের সুযোগ পাবেন।
আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে চার সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা চায়নায় অনুষ্ঠিত হবে। দেশের তরুণ, সৃজনশীল এবং প্রযুক্তিনির্ভর শিল্পচর্চায় আগ্রহী শিল্পীদের জন্য এই উদ্যোগকে একটি উল্লেখযোগ্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ড্রোন আর্ট ও ভিজ্যুয়াল মিডিয়ার মাধ্যমে গল্প বলার এই নতুন ধারাটি বর্তমানে বিশ্বব্যাপী সমসাময়িক শিল্পের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। পহেলা বৈশাখে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত ড্রোন শো এর সাফল্যের পর এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন তরুণ শিল্পীদের আরও একধাপ এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নারী ও ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। আবেদনকারীদের কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং ড্রোন ব্যবহারে অভিজ্ঞ হলে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদেরকে আগামী ৫ দিনের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় বায়োডাটাসহ আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। আবেদনপত্রে নিজের আগ্রহের কারণ ও এ সম্পর্কিত পূর্ব অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১ জুন ২০২৫।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হচ্ছে।