![](https://jathasomoy.com/wp-content/uploads/2025/02/mats.jpg)
চারদফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। রোববার রাত ১০টার দিকে তাঁরা শহীদ মিনারে অবস্থান নেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর রাত ১২টার দিকে বলেন, ম্যাটসের কিছু শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। তাঁরা সেখানে সারারাত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।
এর আগে রোববার বেলা ১১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন ম্যাটসের শিক্ষার্থীরা। দুপুরের দিকে আন্দোলনকারীরা থানার সামনের সড়কে অবস্থান নেন। পরে সেখান থেকে বিকেলে সচিবালয় ঘেরাও কর্মসূচি করতে যাওয়ার পথে ম্যাটস শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে যাচ্ছিলেন ম্যাটস শিক্ষার্থীরা। মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়, পরে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়।
বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, তিন মাস ধরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাঁদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তাঁরা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেন।