বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা স্বাধীন দেশে বাস করে, কিন্তু তারা স্বাধীন নয়। যখন যে সরকার ক্ষমতায় আসে তারা ক্ষমতায় থাকতে চাই, তাদের শক্তি ব্যবহার করে অথবা ক্ষমতা ছাড়তেই চায় না। তাদের অহংকার এতোই বেড়ে যাই, যে তারা ভুলে জাই যে তারা দেশের মানুষের উপর নির্ভরশীল, দেশের মানুষের টাকায় তারা চলে।

সরকার কিছু বছর ক্ষমতায় থাকলে ভাবে দেশটা তাদের, তারা দেশের মানুষের কোনও দাবি পূরণ করতে চায় না। এর ফলে বাংলাদেশে তাজা প্রাণ দিন দিন ঝরে যাচ্ছে। তাহলে কি করা উচিত আমাদের?

চিরকাল স্বাধীন থাকতে হলে যেটি এখন খুবিই দরকার

এমন একটি নিয়ম চালু করা  দরকার, যার ফলে বাংলাদেশ এর মানুষগুলো চিরকাল স্বাধীন থাকতে পারে। তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে। যেন চিরকাল আবুসাইদ সহ আরো বাকি ভাই বা বাংলাদেশের কোনো মানুষ শহীদ না হয় দাবি আদায়ের জন্য।

ভোট দেওয়ার আগ্রোহ যেন না কমে যাই বাংলাদেশের মানুষের ।

সংবিধানের নতুন নিয়মটা হলোঃ

৫ বছর পর পর নির্বাচন হবে, কিন্ত বাংলাদেশ এর কোনো সরকার পরপর ২ বার এর বেশি ক্ষমতাই থাকতে পরবে না। যেহেতু বাংলাদেশে পাঁচ বছর পর পর নির্বাচন হয়, সেহেতু যদি কোন সরকার পরপর দুইবার ক্ষমতায় আসে বা নির্বাচিত হয় জনগনের ভোটে, তাহলে পরবর্তী তৃতীয় বারের মতো সে সরকার বা তার মন্ত্রিদয় নির্বাচনে দাঁড়াতে পারবে না বা নির্বাচনের জন্য আবেদন করতে পারবে না, সেই সরকারকে পরবর্তী পাঁচ বছর অপেক্ষা করতে হবে, আবার নির্বাচনে দাঁড়ানোর জন্য।

এতে বাংলাদেশের মানুষগুলো স্বাধীনভাবে তাদের নিজস্ব সরকার randomly নিবার্চন করতে পারবে।

সরকারকে বা তার সকল মন্ত্রিদেরকে পূর্বের নিজের সম্পদের পরিমাণ এবং পরের নিজের বা তাদের স্বজনদের  যে সম্পদের পরিমাণ জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যদি পূর্বের সম্পদ থেকে,  ক্ষমতাই থাকার পরের সম্পদ অবৈধভাবে, পাওয়া যায় তাহলে সম্পদের পরিমাণ অনুযায়ী সেই সরকারের মন্ত্রিদেরকে শাস্তি দেওয়া হবে, মন্ত্রিদেরকে  চিহ্নিত করে।

এর ফলে তারা ভাববে তারা সম্মান চাই, “না” সম্পাদ চাই, “না” দেশের মানুষের ভালো চাই।

কোন সরকার ক্ষমতাই থাকা কালে বাংলাদেশের জিডিপি যদি কোনক্রমে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্ষমতাই থাকা সরকারকে বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে, যে কেন জিডিপি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশের মানুষের কাছে সরকারকে সাহায্য চাইতে হবে, যে কি কি করলে বাংলাদেশকে আরো উন্নত করা যাই।

তাহলে আপনি/ তুমি কি স্বাধীন থাকতে চাও চিরকাল?

এই নিয়ম সকলের যানা দরকার,

যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়মটি চালু করতে হবে, তা না হলে যে কোন দাবি আদাই করতে গিয়ে, হয়তো কাল তুমিও  শহীদ হতে পারো। 

শেষ কথাঃ আমরা অনেকেই জানি যে ইট মারলে পাটকেল খেতে হয়, এই নিয়ম চালু হলে কেউ ইট মারবে না, আবার কেউ পাটকেলও খাবে না।

 

(রনি মিয়া)