মঙ্গলবার (৭ জানুয়ারি) চীনের তিব্বতের একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৩০ জন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসির খবর।
ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। নেপালের লাবুশে থেকে 93.9 কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে 163 কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভারতের সিকিমের 190.9 কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্র ছিল।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিমি। এছাড়াও, ইউএসজিএস জানিয়েছে যে এই ভূমিকম্পের পরে ধারাবাহিক আফটারশক হয়েছে।
তবে চীনের মতে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। হতাহতের ঘটনা ঘটেছে এলাকার কাছাকাছি দামাকসং কাউন্টির গেদার শহরে।