ঢাকা ও দিল্লির মধ্যে হওয়া সব চুক্তি ও প্রটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাউথ ব্লক বলছে, সীমান্ত সুরক্ষিত করতেই কাঁটাতারের বেড়া, বাতি ও ডিভাইস স্থাপন করা হচ্ছে।
সোমবার (১৩ জানুয়ারি) ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট পাঁচটি স্থানে ভারত বেড়া দেয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিএসএফের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলে বিএসএফ কাজ বন্ধ রাখে।
এ নিয়ে গতকাল রোববার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। এদিন বিকেল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্রসচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন তিনি। পরদিন আজ ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাকারবার, অপরাধীদের চলাচল জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করছে। সীমান্ত অপরাধ দমনে ভারত সহযোগিতামূলক ব্যবস্থা নেবে।