চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ ও দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাজমুল আরেফিন জেলা শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাজমুলের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। এরপর মামলা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেফতার নাজমুলকে আদালতে সোপর্দ করা হবে।

  • অস্ত্র
  • গ্রেফতার
  • চুয়াডাঙ্গা
  • ছাত্রদল নেতা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।