চ্যাম্পিয়নস ট্রফিতে চোটের মিছিল

Featured Image
PC Timer Logo
Main Logo

মাথায় চোট পেয়ে মাঠ ছাড়ছেন রাচিন রবীন্দ্র

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এর আগে পাকিস্তানে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা নিয়ে আয়োজিত হয়েছে  ত্রিদেশীয় সিরিজ। অবশ্য চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্যই এই সিরিজের আয়োজন করেছে পাকিস্তান,। কিন্তু এই প্রস্তুতিমূলক সিরিজেই চোট পেয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও পাকিস্তানের হারিস রউফ। আপাতত দুজনই আছেন পর্যবেক্ষণে

ঘটনার সূত্রপাত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের ৩৮ তম ওভারে। গতকাল লাহোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় মুখে বলের আঘাতে চোট পান রাচিন। খুশদিল শাহের ক্যাচ ধরতে ব্যাকওয়ার্ড লেগে দৌড়ে যাচ্ছিলেন রাচিন। ক্যাচ তালুবন্দি করার ঠিক আগ মুহূর্তে ফ্লাডলাইটের আলোতে বল হারিয়ে ফেলেন তিনি। বল সোজা এসে পড়ে তার মুখে। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয় রাচিনকে।

এর আগে একই ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংসের মাঝপথে সাইড স্ট্রেইন নিয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের হারিস রউফ। ৩৭ তম ওভারের দ্বিতীয় বলটা করার পরই নিজের হাঁটু চেপে ধরেন এই ডানহাতি পেসার। সাথেসাথেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে আর দলের হয়ে ব্যাটিংয়েও আসেননি তিনি।

পাকিস্তানের আরেক ব্যাটার সাইম আইয়ুবেরও চ্যাম্পিয়নস ট্রফি শেষ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ফিল্ডিং করতে গয়ে পায়ের গোড়ালিতে চোট পান এই বাঁহাতি ব্যাটার। চোট সেরে উঠতে উঠতে পেরিয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফি, তাই ঘরের মাঠে খেলা হচ্ছে না বড় টুর্নামেন্টে।

তবে ইনজুরির সবচেয়ে বড় থাবাটা পড়েছে অস্ট্রেলিয়াতে। একে একে ছিটকে গেছেন দুই পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও অলরাউন্ডার মিচেল মার্শ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চোটের কারণেই খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার পেসার আইনরিখ নরকিয়া। এবারও কপাল মন্দ এই ডানহাতির। ইনজুরিতে খেলতে পারছেন না তিনি। তার বদলি হিসেবে দলে জায়গা পাওয়া জেরাল্ড কোয়েটজিও ছিটকে গেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে।

এছাড়া ভারতেরও চিন্তার কারণ আছে জাসপ্রিত বুমরাহকে নিয়ে। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পিঠের চোটে খেলতে পারেননি সিডনি টেস্টে। সেই চোটই দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে তাকে। যদিও তাকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে ভারত।

banglanewsbdhub/জেটি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
প্যাট কামিন্স
রাচিন রবীন্দ্র
হারিস রউফ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।