স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪৬
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় স্কোয়াডে তার জায়গা হবে কিনা, সেটা নিয়েই চলছিল নানা গুঞ্জন। দলে থাকলেও অধিনায়কের পদে থাকবেন কিনা রোহিত শর্মা, সে নিয়েও ছিল ধোঁয়াশা। অবশেষে সব গুঞ্জন ছাপিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অধিনায়ক হিসেবে থাকছেন রোহিতই। ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, রোহিতের নেতৃত্বেই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে ভারত।
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাটকে বিদায় বলেছিলেন রোহিত। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রোহিতের সময়টা একেবারেই ভালো কাটছে না। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করেছে ভারত। দুই সিরিজেই রানের দেখা পাননি ভারতের অধিনায়ক।
দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে রোহিতের দলে থাকা নিয়েই উঠেছিল নানা প্রশ্ন। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে দলে রাখা হবে কিনা, দলে থাকলেও অধিনায়কত্ব করবেন কিনা; এমন আলোচনা চলছিল সবখানেই। বিসিসিআই অবশ্য ভরসা রাখছে রোহিতের ওপরেই।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবেন তারা। সেই প্রেস কনফারেন্সে দলের অধিনায়ক হিসেবে থাকবেন রোহিতই। বাকি ৭ দল স্কোয়াড ঘোষণা করলেও একমাত্র দল হিসেবে এখনো দল ঘোষণা করেনি ভারত।
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।
banglanewsbdhub/এফএম