চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা, বিজয়ী দল পাবে কত?

Featured Image
PC Timer Logo
Main Logo

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নিয়ে রিজওয়ান

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। ৮ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি ঘোষণা করেছে প্রাইজমানি। অন্য যেকোনো বারের চেয়ে এবারের প্রাইজমানিতে থাকছে বড় ধরনের চমক।

২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে বড় কোনো আইসিসি টুর্নামেন্ট। আরব আমিরাতের সাথে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। এবারের টুর্নামেন্টকে সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করতে বেশ খানিকটা দেরি করছিল আইসিসি। শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর ৪ দিন আগে প্রাইজমানি প্রকাশ করল আইসিসি।

এবারের আসরের বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৯ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার, বাংলাদেশ টাকায় যা ১৩ কোটি টাকা। ফাইনালে উঠতে না পারা দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা সাড়ে ৬ কোটির টাকারও বেশি।

গ্রুপ পর্বের প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৪১ লক্ষ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার।

এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির চেয়ে যা ৫৩ শতাংশ বেশি।

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।

banglanewsbdhub/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি
প্রাইজমানি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।