স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭
পাকিস্তানের করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠছে আজ। ৮ দলের এই মহারণে একঝাক তরুণের সঙ্গে থাকছেন অনেক বয়স্ক ক্রিকেটারও। চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে খেলতে নামা শীর্ষ ৫ বয়স্ক ক্রিকেটারর দুজনই বাংলাদেশি!
বাংলাদেশের এবারের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে আছেন দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহর বয়স এখন ৩৯, মুশফিকের ৩৭। এই বয়সেও বাংলাদেশ দলের অন্যতম ভরসার জায়গা নিজেদের শেষ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামা এই দুই ব্যাটারই।
এবারের আসরের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৪০ বছর ১ মাস বয়সী নবী তার ক্যারিয়ারে খেলেছেন ১৭০টি ওয়ানডে। নবীর পর দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হলেন বাংলাদেশের মাহমুদউল্লাহ। ৩৯ বছর বয়সী রিয়াদ খেলেছেন ২৩৮ ওয়ানডে।
৩৯ বছর ৯ মাস বয়সী ভারতের অধিনায়ক রোহিত শর্মা আছেন এই তালিকার তৃতীয় স্থানে। রোহিত ওয়ানডে খেলেছেন ২৬৮টি। ৩৭ বছর ৮ মাস বয়সী মুশফিক আছেন তালিকার চতুর্থ স্থানে। মুশফিক এখন পর্যন্ত মাঠে নেমেছেন ২৭২ ম্যাচে।
৩৭ বছর বয়সী ইংলিশ স্পিনার আদিল রশিদ আছেন তালিকার পঞ্চম স্থানে। ইংল্যান্ডের হয়ে লেগ স্পিনার রশিদ খেলেছেন ১৪৬টি ওয়ানডে।
banglanewsbdhub/এফএম