চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের ‘এ’ দলের বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ

Featured Image
PC Timer Logo
Main Logo

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ঘাটতির কথা বলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ ফিল সিমন্স। প্রস্তুতি ঘাটতির বিষয়টি ফুটেও উঠল প্রবলভাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।

ব্যাটি-বোলিং কোনো বিভাগেই প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। আগে ব্যাটিং করে ৩৮.৪ ওভারে ২০২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। পরে ৩৪.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে পাকিস্তান শাহিন নামধারী পাকিস্তান ‘এ’ দল।

আগামী ২০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচটা খেলবে বাংলাদেশ। দুবাইতেই আজ পাকিস্তান শাহিনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা খেলেছে বাংলাদেশ। ম্যাচে টাইগাররা যেভাবে হারলেন তাতে টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাস বাড়ল নাকি উল্টো কমল সেটাই বড় প্রশ্ন!

ব্যাটিংটাই আজ ভোগাল নাজমুল হোসেন শান্তর দলকে। বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও পারভেজ হোসেন ইমন ব্যাটিং করেননি। আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ উইকেট হারিয়েছে প্রথম ওভারেই। তৃতীয় বলে সরাসরি বোল্ড হয়েছেন তানজিদ হাসান তামিম। অপর ওপেনার সৌম্য সরকার থিতু হলেও বড় ইনিংস খেলতে পারেননি। ৩৮ বলে ৩৫ রান করে রানআউট হয়েছেন।

চারে নামা মেহেদি হাসান মিরাজ বলার মতো রান পেয়েছেন। ৫৩ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মিরাজ। এছাড়া বলার মতো রান করতে পারেননি অন্যরা। অধিনায়ক নাজমুল হোসেন ইমন তিন নম্বরে নেমে ২০ রান করেছেন। তাওহিদ হৃদয়ও ২০ রান করেছেন ৩৩ বল খেলে। শেষ দিকে তরুণ পেসার তানজিম ২৭ বলে ৩০ রান করলে দুইশর ওপারে যেতে পেরেছে বাংলাদেশ।

পরে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা কিন্তু বেশ ভালোই হচ্ছিল। ২০ ওভার শেষে ৮৭ রানে তিন উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। তবে এরপর আর সেই গতিটা ধরে রাখা সম্ভব হয়নি। পাকিস্তান শাহিনের দুই ব্যাটার মোহাম্মদ হারিস ও মুবাসির খান চতুর্থ উইকেটে দুর্দান্ত একটা জুটি গড়ে আর সুযোগই দেননি বাংলাদেশকে। শেষ পর্যন্ত ৬২ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ হারিস। ৬৫ রানে অপরাজিত ছিলেন মুবাসির খান।

banglanewsbdhub/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
বাংলাদেশ ক্রিকেট দল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।