ছয় দেশে ‘জংলি’

Featured Image
PC Timer Logo
Main Logo

‘জংলি’ ছবির একটি দৃশ্যে সিয়াম আহমেদ ও নৈঋতা

এম রাহিম পরিচালিত ঈদের ‘জংলি’ এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে। প্রথম পর্যায়ে মুক্তি পাবে ছয়টি দেশে। দেশগুলো হচ্ছে─কানাডা, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়া। ছবিটির প্রযোজক জাহিদ হাসান অভি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশগুলোতে আগামী ২৫ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। এর আগে ২২ এপ্রিল থেকে টিকেট পাওয়া যাবে। তবে কতটি হলে মুক্তি পাবে, তা কয়েকদিনের মধ্যে জানা যাবে বলে জানালেন অভি।

কানাডা ও যুক্তরাষ্ট্রে ‘জংলি’ এককভাবে পরিবেশনা করবে স্বপ্ন স্কয়ারস্ক্রো। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে স্বপ্নের সঙ্গে সহ-পরিবেশক হিসেবে রয়েছে রেভেরি ফিল্মস। সুইডেনে মুক্তি পাবে ফ্রেন্ডস মুভিজ এবং অস্ট্রেলিয়ায় বঙ্গজ ফিল্মসের পরিবেশনায়।

স্বপ্ন স্কয়ারক্রোর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন banglanewsbdhubকে বলেন, ‘জংলি’ আমাদের পরিবেশনায় ২৪তম সিনেমা। আমরা মূলত চারটি দেশে পরিবেশনার দায়িত্বে আছি। কতটি হলে মুক্তি পাবে তা এ মুহূর্তে বলাটা কঠিন। মুক্তির কয়েক দিন আগে বলতে পারবো কয়টি হলে চলবে ছবিটি।’

‘জংলি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলি ও নৈঋতা। আমআইবি স্টুডিওজ ও টাইগার মিডিয়া প্রযোজিত ছবিটির পরিবেশক দি অভি কথাচিত্র।

banglanewsbdhub/এজেডএস

ছয় দেশে মুক্তি
জংলি
সিয়াম আহমেদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।