ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

Featured Image
PC Timer Logo
Main Logo

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক। ছবি: বাংলানিউজবিডিহাব।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেককে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়।

গ্রেফতার হওয়া তারেক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার মরহুম আব্দুল ওহাবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলায় ছাত্র-ছাত্রীরা গুরুতর জখম হয়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সে আত্মগোপনে চলে যায়। ১৯ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় হামলার ঘটনায় মামলা হয়। ওই মামলায় তারেককে গ্রেফতার দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার
চুয়াডাঙ্গা
ছাত্রলীগ নেতা গ্রেফতার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।