‘ছাত্রলীগ ভয়ঙ্কররূপে ফিরবে’, ভেসে উঠল কলেজের ডিজিটাল বোর্ডে – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



নড়াইলের লোহাগড়ায় সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনে একটি ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। এতে ছাত্র সংগঠনের ভয়াবহ ফেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে কিছুক্ষণ চলে। তবে 23 সেকেন্ডের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার কোনো এক সময় লোহাগড় সরকারি আদর্শ কলেজের প্রশাসনিক ভবনের সামনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সম্পর্কে একটি লেখা ছড়াতে থাকে। তাতে লেখা ছিল, ‘ভয়ানক রূপে ফিরবে ছাত্রলীগ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবেন বীরের ছদ্মবেশে। পরে কেউ একজন মোবাইল ফোনে 23 সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে। ঘটনার খবর পেয়ে রাতেই কলেজ ক্যাম্পাসে আসেন লোহাগড় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে নড়াইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েত বলেন, খবরটি শোনার সঙ্গে সঙ্গে কেন্দ্রকে জানানো হয়েছে। তবে আমি দৃঢ়ভাবে দাবি করছি, যারাই এ ধরনের কাজ করেছে তাদের যথাযথ তদন্ত করে বিচারের আওতায় আনা হোক।

এ ব্যাপারে লোহাগড় সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার রিনাকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

  • কলেজ
  • ছাত্রলীগ
  • ডিজিটাল বোর্ড
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।