ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। তার নাম ওমর ফারুক (৩২)। রোববার (২৭ জুলাই) রাতে নগরের বন্দর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। ওই মাদ্রাসাতেই শিক্ষক হিসেবে রয়েছেন ওমর ফারুক। একাধিকবার ওই ছাত্রকে বলাৎকারের করার অভিযোগ রয়েছে ওমর ফারুকের বিরুদ্ধে। সবশেষ ২৪ জুলাই ওই ছাত্র ধর্ষণ করা হয়েছে উল্লেখ করে তার বাবা গতকাল থানায় মামলা করেছেন।

মামলাটির তদন্ত করছেন বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ছাড়া জবানবন্দিও নেওয়া হবে।

  • অভিযোগ
  • গ্রেপ্তার
  • ছাত্র
  • বলাৎকার
  • মাদ্রাসা শিক্ষক
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।