ছোট ছোট চান্দাবাজি আমি হইতে দিছি : বিএনপি নেতা সান্টুর বক্তব্যের ভিডিও ভাইরাল – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিসদস্য ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতা-কর্মীদের চাঁদাবাজিতে উৎসাহিত করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ২২ জুলাই উজিরপুরের গুঠিয়ায় একটি দলীয় সভায় ওই মন্তব্য করেন সান্টু। যদিও তাঁর অনুসারীরা দাবি করেছেন, এসব ভিডিও এডিট করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে বক্তব্যে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয় দিনে, এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হইছে, এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে ১৭ বছর আমার নেতাকর্মী কিছু খায় নাই।’

সান্টু আরও বলেন, ‘কথার কথা বলি, আপনারা যদি ভালো থাকেন, তাহলে আমি ভালো থাকব। আপনাদের পয়সা না থাকলে তো আমার কাছে আসেন। আর আপনার কাছে যদি পয়সা থাকে, তাহলে তো আমার কাছে আসবেন না।’

জানা গেছে, গত ২০ জুলাই বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল হওয়ার পরে ২২ জুলাই দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন সান্টু।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা এস সরফুদ্দিন সান্টুকে মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি বিদেশে থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আজকের পত্রিকা

  • এস সরফুদ্দিন আহমেদ সান্টু
  • বিএনপি
  • ভিডিও ভাইরাল
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।