জনতার কাতারে দাঁড়িয়ে দল গঠন করতে হবে: জোনায়েদ সাকী

Featured Image
PC Timer Logo
Main Logo

ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন জোনায়েদ সাকী

ঢাবি: ছাত্রদের নতুন দল গঠন করাকে স্বাগত জানিয়ে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেছেন, ক্ষমতায় থেকে দল গঠন করলে এ দেশের মানুষ তা মানবে না। জনতার কাতারে দাঁড়িয়ে দল গঠন করতে হবে। নতুন রাজনৈতিক বন্দবস্তু করতে হবে বলেও মন্তব্য করেন সাকী।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুলাই গণহত্যার বিচার, নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে শাহবাগে ছাত্রসমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সমাবেশে উপস্থিত থেকে জোনায়েদ সাকী এসব কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, ‘ফ্যাসিস্টরা ভেবেছিল গুলি করলেই বুঝি ছাত্রজনতা পালিয়ে যাবে। কিন্তু ২৪ দেখিয়েছে একটা গুলির বিপরীতে শত শত শিক্ষার্থী দাঁড়িয়েছে। আমরা ৫ আগস্টের পর থেকেই বলছিলাম শহিদদের তালিকা করুন। আপনারা সেই কাজ এখনো করতে পারেননি। অথচ আপনাদের প্রধান কাজ ছিল আহতদের চিকিৎসা ও শহিদদের তালিকা করা। আপনাদের দ্বিতীয় কাজ ছিল ন্যায়বিচার করা।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি সরকারের পরিচালনা নীতিতে এখনো আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে। যার ফলে আপনারা আহতদের চিকিৎসা দিতে পারছেন না। আমরা দেখছি বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই। এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। দরকার হলে আপনারা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেন তবুও এ বিপ্লব যেন ব্যর্থ না হয় সেটিই এখন আমাদের কাছে মুখ্য বিষয়।’

সমাবেশে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘হাসিনা পলায়নের ছয় মাস পেরিয়েছে। এখনো কতজন শহিদ হয়েছে তার তালিকা প্রকাশ করা হয়নি। সরকার পতনের দিন অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ঢাকা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। কাদের ইন্ধনে তারা পালিয়ে গেল আমরা জানতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের আহত ভাই-বোনরা চিকিৎসার জন্য এখনো কেনো রাস্তায় নামবে। জুলাইয়ে কিভাবে পুলিশ প্রকাশ্যে গুলি করে ছাত্রদের হত্যা করেছে এটা সবাই দেখেছেন। হত্যাকারীরা বাহিরে ঘুরে বেড়ায় কিন্ত তাদের গ্রেফতার করা হয় না। আমরা এই সমাবেশ থেকে গণহত্যার বিচার, শহিদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের সুচিকিৎসা ও পূর্ণবাসনের দাবি জানাই।’

বাংলানিউজবিডিহাব/এআইএন/ এইচআই

ছাত্র ফেডারেশন
জোনায়েদ সাকী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।