জনবাণী সম্পাদকসহ সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বাংলাদেশ প্রেস ইউনিটির আয়োজনে জনবাণী সম্পাদক শফিকসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রেস ইউনিটির আহ্বায়ক ফেরদৌস রহমান রূপক ও সদস্য সচিব শাহাজালাল উজ্জল ভূইয়া সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মমিন মেহেদী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন মজিব, তোফায়েল ইসলাম, হাফিজুর রহমান, মনসুর রহমান পাশা, জাকিয়া প্রমুখ। হোসেন, মোঃ নাদিম আহমেদ, ফাতেমা নাসরীন প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক শফিকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার পর প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তারা কি বাংলাদেশকে সাংবাদিকদের বসবাসের অনুপযোগী করতে চায়? না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তা না হলে বাংলাদেশ প্রেস ইউনিটি জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে বসব। একই সঙ্গে গত ৩ মাসে ১৭৭ জন সাংবাদিক চাকরিচ্যুত হওয়ায় তাদের পুনর্বহাল করার ব্যবস্থা করতে সরকার ও সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

  • দাবি
  • বিচার
  • মানববন্ধন
  • সাংবাদিক
  • আক্রমণ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।