জবির ‘ডি’ ইউনিটের পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ৪২ ভর্তিচ্ছু

Featured Image
PC Timer Logo
Main Logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরিক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। ডি ইউনিটে ৫৯০টি আসনের বিপরীতে ভর্তিপরীক্ষা দিবেন ২৪ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ভর্তিপরীক্ষায় অংশ নিবেন ৪২ জন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পোগোজ ল্যাবেরেটরি স্কুল অ্যান্ড কলেজ (আই ই আর) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডি ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৩০ পর্যন্ত ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৩০ থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডি ইউনিট ভর্তি পরিক্ষায় বিষয়গুলো হলো সমাজবিজ্ঞান, সমাজকর্ম, গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, লোক প্রশাসন ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন। ডি ইউনিটে ভর্তি পরিক্ষা বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান বিষয়ে ৭২ মার্কে এ পরিক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদে ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, ‘ভর্তিপরীক্ষার সার্বিক প্রস্তুতি খুব সুন্দরভাবে নেওয়া হয়েছে। আশা করি খুব সুন্দরভাবে পরিক্ষা সম্পন্ন হবে।’

সার্বিক নিরাপত্তা বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘কাল ভর্তি পরীক্ষার জন্য সকল নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিক্ষা কেন্দ্রে পুলিশ-প্রশাসনসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক উপস্থিত থাকবে। এ ছাড়া অবিভাবকের জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ আসন এবং ওয়াসা থেকে ৪টি সুপেয় পানির ট্যাংকের ব্যবস্থা থাকবে।’

বাংলানিউজবিডিহাব/এইচআই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জবি
ভর্তি পরীক্ষা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।